Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন
Jhor

মতলবে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন

চাঁদপুর মতলব দক্ষিণে ঝড়ে গাছ-পালা, ঘর-বাড়ি ও ফসলাদিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ১৩০টি গ্রামে একটানা ১৪ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ ছিলো না। এতে ভোগান্তি পোহাতে হয় হাজারো গ্রাহকের।

মতলব দক্ষিণ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, কালবৈশাখীর ঝড় শুরু হলে শনিবার(৭ এপ্রিল) রাত আটটায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়।

আজ রোববার সকাল ১০টা পর্যন্ত একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে এসব এলাকা। এতে ৪৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ পাননি।

আজ সকাল ১০টার পর বিদ্যুতের সরবরাহ পুনরায় চালু করা হয়। উপজেলা সদরের কলাদী এলাকার এবারের এইচএসসি পরীক্ষার্থী মো.তানভীর তুষার চাঁদপুর টাইমসকে বলেন, বিদ্যুৎ না থাকায় শনিবার রাতে ঠিকমতো পড়ালেখা করতে পারেননি। ফ্যান না চলায় রাতে ঘুমাতেও পারেননি।

মতলব দক্ষিণ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মৃদুল কান্তি চাকমা জানান, ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার রাতে বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক
৭ এপ্রিল,২০১৯