Monday, 25 May, 2015 11:36:36 PM
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের হালিশহরে গ্রেপ্তার করা হয়েছে এক তরুণীসহ তিন প্রতারককে, যাদের বিরুদ্ধে এক ব্যক্তির আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্ত্তী জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনি আক্তার (২৩), মো. রনি (২৮) ও মো. লিটন (২০)।
এসময় আরেক নারীসহ সাংবাদিক পরিচয়দানকারী আরও দুই প্রতারক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পলাতক নারীর নাম কাজল। অন্য দুজন হলেন- এরশাদ ও মামুন।
পরিদর্শক সুকান্ত জানান, কাজল পূর্ব পরিচয়ের খাতিরে রোববার দুপুরে শাহাদাত হোসেন নামে খুলশী এলাকার এক ব্যক্তিকে জায়গা কিনে দেওয়ার কথা বলে হালিশহরে ডেকে নিয়ে যায়।
পরে ওই নারী শাহাদাতকে শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকায় নূর নিকেতন নামে একটি ভবনে মনি আক্তারের বাসায় নিয়ে যায়। সেখানে কৌশলে মনির সঙ্গে আপত্তিকর ছবি তুলে।
এক পর্যায়ে এরশাদ ও মাসুদ নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ছবি প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে।
“ভয়ে শাহাদাতের পরিবারের সদস্যরা ওই প্রতারকদের কাছে প্রথম দফায় ৪০ হাজার টাকা পাঠায় এবং রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি খুলশী থানায় জানায়।”
পুলিশ কর্মকর্তা সুকান্ত জানান, ঘটনা জানার পর প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশ কৌশলে যোগাযোগ করে টাকা দেওয়ার প্রলোভন দেয়। রনি টাকা নিতে বড়পুল এলাকায় তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে এলে পুলিশ তাকে আটক করে।
এসময় রনির স্বীকারোক্তি অনুযায়ী মনির বাসা থেকে শাহাদাতকে উদ্ধার করে মনি ও লিটনকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur