সব বিতর্ক পেছনে ফেলে নতুন দিনের সন্ধান পেয়েছেন সাব্বির রহমান। সময়টা তাঁর ভালো যাচ্ছে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। দেশে ফিরেও ছন্দটা ধরে রেখেছেন। ধারাবাহিক রান পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এবার জীবনের ইনিংসেও দুর্দান্ত এক জুটি গড়লেন। কাল বিয়ে করেছেন সাব্বির রহমান।
পাত্রী অর্পা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে সাব্বির-অর্পার। বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’
সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে ও স্বচ্ছন্দে এগিয়ে নিতে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকে সাব্বিরকে পরামর্শ দিয়েছেন বিয়ে করতে। তাঁর বাবা-মায়েরও একই চাওয়া ছিল।
সাব্বিরের বাবা খাজা আহমেদ বললেন, ‘ঢাকার বাসায় আপাতত ওদের আক্দ করে রাখলাম। একেবারে ছোট আয়োজনে, তেমন কাউকে বলিনি। আমি ওর মা আর কাছের দু-একজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিল। অনুষ্ঠান করলে পরে সবাইকে জানাব। দোয়া করবেন ওরা যেন ভালো থাকে, সুখে থাকে।’ (প্রথম আলো)
বার্তা কক্ষ
২১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur