Home / চাঁদপুর / চাঁদপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তরুণের কারাদণ্ড
jail

চাঁদপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তরুণের কারাদণ্ড

চাঁদপুর শহরে এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে দায়ে হৃদয় নামে এক তরুনকে ভ্রাম্যমান কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার(১৭ মার্চ) দুপুর ২ টায় শহরস্থ আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে কোর্ট পরিচালনাকালে এ রায় দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমান কোর্টটি পরিচালনা করে কারাদণ্ডের রায় দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।

জানা যায়, পৌর ৭ নং ওয়ার্ডের কাচা কলোনী এলাকার ইদ্রিস আলী দেওয়ান ও আফরোজা বেগমের মেয়ে নাদিয়া ইসলাম প্রভা(১৪)। সে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলের উদ্দেশ্য বাসা থেকে বের হলেই প্রায় দিনই তার জামা ধরে টানা হেচরা,গায়ে হাত দেওয়া, প্রেম নিবেদন সহ নানা বিদ্রুপ করতো একই এলাকার বখাটে হৃদয়(১৬)।

আরো জানা যায়,বখাটে রিদয়ের এমন কর্মকান্ডে অতিষ্ট শুধু প্রভাই নয়। প্রভার সাথে পড়ুয়া বৃষ্টিও এই ধরণের ভুক্তভোগী।ছাত্রীদের এমন অভিযোগ জানাজানি হলে বিষয়টি সমাধানে স্কুল কর্তৃপক্ষ থানায় জানায়।তখন চাঁদপুর সরদ মডেল থানা কর্তৃক সাথে সাথে পুলিশ পাঠিয়ে ওই বখাটে রিদয় কে আটক করেন।

পরে সকলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করে।

কোর্টের রায় সম্পর্কে জানা যায়,আসামী বখাটে হৃদয় দন্ডবিধি ১৮৬০ সালে আইনের ৫০৯ ধারা লঙ্ঘন করেছে।তাই তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।পরে আসামী রিদয়কে জেল হাজতে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ,আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক,চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ ইলিয়াস আহমেদ,সুমন প্রিয় বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

করেসপন্ডেট
১৭ মার্চ,২০১৯