চাঁদপুর সদর হানারচর ইউনিয়নে সরকার ঘোষিত জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে সোমবার(৪ মার্চ) জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
জাতীয় সম্পদ ইলিশ প্রজনন মৌসুমে মার্চ-এপ্রিল দু’মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ দু’মাস জাটকা রক্ষায় কর্মসূচির অংশ হিসেবে জেলার নিবন্ধিত জেলেদের মাঝে ৪০ কেজি পরিমাণ চাল বিতরণ করছে সরকার।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত হানারচর ইউনিয়নের তালিকাভুক্ত ২ হাজার ৩শ’ ৮৭জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ীর তত্ত্ববধায়নে উপস্থিত উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সুধীর পর্বত, ইউনিয়ণ পরিষদ সচিব এম.এ কুদ্দুছ খন্দকার রোকন, ইউনিয়ণ পরিষদ সদস্য মো. আবুল খায়ের, রাশিদা বেগম, জামিলা বেগম, খুরশিদা বেগম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ।
তবে বরাবরের মতো এখানেও বেশ কয়েকজন জেলে অভিযোগ করেন, ৪০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তাদের পরিমানে অনেক কম দেয়া হচ্ছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur