Home / চাঁদপুর / চাঁদপুর রামপুরে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা
pocarana

চাঁদপুর রামপুরে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা

চাঁদপুর সদর ৫নং রামপুরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং নারী ও শিশু নির্যাতন চুরি ছিনতাই প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ ফেব্রুয়ারি)বিকাল ৫টায় রামপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠাত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ ফারভেজ চৌধুরী।

ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী সভাপতিত্বে চাঁদপুর মডেল থানার এ এস আই রেজাইলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার ইন্সেপেক্টর (অপারেশন) আঃ রব, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকির পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাজমুন নাহার লিপি, মাসুদা আক্তার, আনোয়ারা বেগম।

ওয়ার্ড সদস্য ফখরুল ইসলাম পাটওয়ারী, আবু সায়েদ বেপারী, আঃ বারেক মোল্লা, হাফেজ আবু তাহের পাটওয়ারী, মোঃ মমিনউদ্দিন আহমেদ, রিপন হোসেন, বিষু মজুমদার, আনোয়ার হোসেন, ইউডিসির পরিচালক মোঃ ইমরান হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ পারভেজ চৌধুরী তার বলেন, মাদক নিমূলে সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে সচেতন হতে হবে, চাঁদপুরে মাদকে নিমূল করতে প্রশাসন কঠোর নজরধারীতে চিহৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে তাদেরকে দ্রুত আইনের কাছে আত্মসমর্পন করলে তাদেরকে আইনি ভাবে সুবিধা দেওয়া হবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম
২৭ ফেব্রুয়ারি,২০১৯