Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আবারো হেভিওয়েট প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা ওয়াহিদ রানা
wahidur-rahman-rana

ফরিদগঞ্জে আবারো হেভিওয়েট প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা ওয়াহিদ রানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা। ছাত্রলীগের সাবেক এই নেতা ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হেভিওয়েট এই নেতার বাড়ি উপজেলার চররামপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী খাঁনের সুযোগ্য সন্তান।

জানা যায়, দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ভ্যানগার্ড ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে সংগ্রামী রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাবস্থায় তিনি সামনে থেকে ছাত্র ছাত্রলীগের নেতৃত্ব প্রদান করেন। ওই সময় সরকারি দলের দমন পিড়ন নির্যাতনের স্বীকার হয়ে তিনি জেলখাঁটেন। ১৯৯০-৯১ সালে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত।

এদিকে ২০০৪ সালে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ওই সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের পরীক্ষিত এই নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আসন্ন নির্বাচনে তিনি আবারো ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। কেনো আবারো এই পদে প্রার্থী হচ্ছেন? ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? গত ৫ বছর দায়িত্ব পালনকালে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের চাওয়া পাওয়ার কতটুকু পূরণ করতে পেরেছেন-এসকল বিষয় নিয়ে তিনি কথা বলেন এই প্রতিনিধির সাথে।

তিনি বলেন, দলীয় সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত ৫ বছর জনগনের স্বার্থে কাজ করেছি। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদের কাজগুলো স্বচ্ছভাবে করার চেষ্টা করেছি। কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। এবারো ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি একই উদ্দেশ্য নিয়ে।

দলীয় কর্মকাণ্ড সর্ম্পকে তিনি বলেন, বর্তমানে ফরিদগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রয়েছে হাজার হাজার কর্মী। এক সময়ে বিএনপির কথিত ঘাঁটি এখন আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক। এটি শুধুমাত্র সম্ভব্য হয়েছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে। আজকের আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। এক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করেছি দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সকল ভালো কাজে নিজের অবস্থান থেকে সহযোগীতা করতে।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা সর্ম্পকে তিনি বলেন, আমার বিরুদ্ধে কুচক্রী মহল অনেক অপচেষ্টা চালিয়েছি। কিন্তু, ওই চক্র কোনভাবে সফল হতে পারেনি। আগামীতে যদি আমাকে আবারো জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাবো। আমার বিশ^াস আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে ফরিদগঞ্জের জনগণ আমার অতীতের সকল ভালো কাজের মূল্যায়ন করবে। আমাকে আবারো ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করবে। ফরিদগঞ্জবাসীর কাছে আমি দোয়া ও মূল্যবান ভোট চাই।

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি, ২০১৯