কুদ্দুস বয়াতী’র অবস্থা সংকটাপন্ন বলে তার মেয়ে এক ফেইজবুকে স্ট্যাটাসে জানিয়েছেন্ । শিল্পী কুদ্দুস বয়াতীর ছোট মেয়ে তানহার আকুল আবেদন জানিয়ে বলেছেন ‘আমার আব্বুকে আমরা হারাতে চাই না । আমি তানহা কুদ্দুস প্রাপ্তি । আমি আপনাদের সবার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতী’র ছোট মেয়ে। ’
সে বলেছে ,‘বেশ কয়েক দিন যাবত তার বাবা জাতীয় বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মুখে কোনো খাবারই খেতে পারছে না । খাদ্য নালী বন্ধ হয়ে গেছে । এখন একমাত্র স্যালাইনই তার ভরসা। ডা.বলেছেন, ‘উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত দেশের বাহিরে নিয়ে অস্ত্রপাচার করার দরকার। তার বাবার ফুসফুসের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। ’
তাই তার বাবাকে বাঁচাতে হলে ৩০ লাখ টাকার প্রয়োজন। যা তাদের সাধ্যের বাহিরে। তাই মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘র কাছে আকুল আবেদন জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তার বাবাকে সহায়তা করুন।
বার্তা কক্ষ
২২ ফেব্রুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur