ঢাকা থেকে চাঁদপুরগামী ইমাম হাসান লঞ্চের সাথে কর্ণফুলী লঞ্চের সংঘর্ষ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
এতে ইমাম হাসান লঞ্চের সামনে অংশ ধুমড়ে মুচড়ে যায়। অনেক যাত্রী আতংকিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে আহত হন। এর ভোর ৬টায় লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হাসানের যাত্রী জুয়েল হাজী চাঁদপুর টাইমসকে জানান, চালকের ভুলেই ইমাম হাসান দুর্ঘটনার কবলে পড়েছে। ঘাট থেকে ছাড়ার সময় লঞ্চটি তার বার্ধিং রশি ছিঁড়ে ফেলে পাশের আরেকটি লঞ্চের সাথে ধাক্কা লেগে যায়। সেখাইনে লঞ্চটি ছাড়তে অন্তত ২০ মিনিট দেরী হয়।
জুয়েল বলেন, ঘাট থেকে ছাড়ার সময়ই আমাদের মনে হয়েছে চালকের মানসিক পরিস্থিতি ভালো ছিলো না। কারণ কর্ণফুলীর সাথে ধাক্কা লাগার সময় আমরা সামনে থেকে বিষয়টি দেখেছি। অনেক দুরুত্ব থাকতে বিপরীত দিক থেকে আসা কর্ণফুলী লঞ্চকে হর্ণ বাজাতে শুনেছি। কিন্তু ইমাম হাসান চালক তা কর্ণফাত করেনি। বিষয়টি জানতে মাস্টারের কাছে গিয়ে জানতে চাইলে দু’জন চালক একজন আরেকজনকে দোষারপ করছেন।
পরে ইমাম হাসানের সামনের অংশ দিয়ে হালকা পানি প্রবেশ করতে দেখে আমরা চালককে মুন্সীগঞ্জে ঘাঁটে ভিড়াতে বাধ্য করি পরে আমরা সেখানে প্রায় শতাধিক যাত্রী নেমে যায়। পরের লঞ্চ সোনার তরী দিয়ে চাঁদপুরে পৌঁছাই।
এ বিষয়ে লঞ্চের ভেতরে ক্যান্টিনের দায়িত্বে থাকা জাহিদ ওরফে তারেক বলেছেন, কর্ণফুলী লঞ্চটি কাঠপট্টি ঘাট থেকে পেছনের দিকে আসতে গিয়ে আমাদের ইমাম হাসান লঞ্চের সাথে ধাক্কা লাগে।
তাঁর দাবি কুয়াশা থাকায় চালক বিষয়টি দেখেননি তাই এ দুর্ঘটনা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে লঞ্চের সুপারভাইজার হারেছ মিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। এ রিপোর্ট
লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত লঞ্চটি চাঁদপুর ঘাটে অবস্থান করছে।
আরো পড়ুন- চাঁদপুর-ঢাকা ঢাকা-চাঁদপুর লঞ্চ সময়সূচি
ভিডিও দেখুন-
স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি, ২০১৯