চাঁদপুরে গাঁজার গাছ রোপন করে গাঁজা ব্যবসা করার অপরাধে হুমায়ুন কবির দর্জি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রবের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত পোড়া কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির দর্জি পোড়া কলোনীর বাসিন্দা মৃত জাহাঙ্গীর দর্জির ছেলে।
আটক হুমায়ুন কবির পুলিশকে জানায়, শাহরাস্তি উপজেলা চিতোষী থেকে গাঁজার বীজ এনে ডাকাতিয়া নদীর পাড়ে রোপন করে। সে এই গাছের গাঁজা সেবন করতেন।
সে পুলিশকে আরো জানায়,চাঁদপুরে গাঁজা না পাওয়ার নিজেই গাছ রোপন করে সেই গাছের গাঁজা সেবন করতো। সে স্থানীয় বিজলী মাইক সার্ভিসে কাজ করে। কাজের ফাঁকে শুধুমাত্র গাঁজা সেবন করতো।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রব চাঁদপুর টাইমসকে জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের পোড়া কলোনী এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের করা হয়েছে।’
তিনি আরো জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। যাতে করে চাঁদপুর থেকে মাদক শতভাগ নির্মুল করা সম্ভব হয়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur