চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খামপাড় উদয়ন একাডেমীতে শিক্ষাবিদ সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে সংবর্ধিত হন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজসেবক, রপ্তানিকারক প্রতিষ্ঠান মিশোয়ার গ্রুপের চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ মোশারফ হোসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ এস এম মহসীন পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকাস্থ মেডিলাইফ হসপিটালের পরিচালক মোঃ আনিসুর রহমান, সাংবাদিক মোঃ রুহুল আমিন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী সদস্য কে এম সালাউদ্দিন, শাহরাস্তি নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ফয়েজ আহমেদ,
শাহরাস্তি সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ মাহবুব আলম, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, ন্যাশনাল সার্ভিস ফোরাম শাহরাস্তির সভাপতি মোঃ ইব্রাহীম খলিল পন্ডিত, সাবেক ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেন সংবর্ধিত অতিথি রপ্তানিকারক প্রতিষ্ঠান মিশোয়ার গ্রুপের চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক- মো. মাহবুব আলম
১৪ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur