আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় কৃষি ও শারীরিক বিষয়ে দাখিল পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করেছে কয়েকজন যুবক।
পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
ওই মাদ্রাসার সুপার জানান, বৃহস্পতিবার সকালে ২০১৯ সালের দাখিল পরিক্ষার্থীরা কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় আসছিল। এ সময় শম্ভুপুর ইউনিয়নের ফরিদ পাটওয়ারীর ছেলে রাহাদ পাটওয়ারী ১০-১২ জন মিলে পরীক্ষার্থী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনা শুনে পুলিশকে জানানো হয়।
তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার পরপরই আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপহরণকারী ও মাইক্রোবাসের ড্রাইভার-মালিককে শনাক্ত করা হয়েছে।
বার্তা কক্ষ
১৪ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur