চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক অভিযানে মঙ্গলবার দুপুরের দিকে মাদকসহ একজনকে আটক করা হয়। অভিযানকালে শহরের গুনরাজদী এলাকা থেকে ১শ’গ্রাম গাঁজাসহ শাহ আলমকে আটক করেন।
আটক ব্যক্তি শহরের পুরাণবাজার উত্তর শ্রীরামদী এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মজিবুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান পরিচালনা করেন।
তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। বুধবার (৩০ জানুয়ারি) সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
৩০ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur