Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / তথ্য অধিকার আইনে সকল নাগরিকের জানার অধিকার রয়েছে :তথ্য কমিশনার
info

তথ্য অধিকার আইনে সকল নাগরিকের জানার অধিকার রয়েছে :তথ্য কমিশনার

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম।

তথ্য কমিশনার বলেন,‘যে কোনো তথ্য জানা সকল নাগরিকের অধিকার।যেকোন তথ্য জানতে চাইলে নিয়ম অনুযায়ী তাকে দিতে হবে। জনগনের তথ্য অধিকার আইনে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জানার অধিকার রয়েছে।’

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কমকান্ড সম্পর্কে জনগণকে তুলে ধরাও আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজগুলো জানানো নাগরিক হিসেবে আপনার কর্তব্য।’

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওচমান, একান্ত সচিব একেএম হেদায়েতুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
২৮ জানুয়ারি,২০১৯

Leave a Reply