চাঁদপুর হাজীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ইভটিজিং বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিময় সভা ও জনসচেতনার লক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়ন পরিষদের আয়োজনে রামপুর বাজার গাউছিয়া মার্কেটের সামনে উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল।
সভায় থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের খারাপ কাজ দূর করতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষা। কারণ সু-শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কোন খারাপ কাজে জড়াতে পারে না। মাদক, ইভটিজিং এসব সমাজের জন্য বড় বাধাঁ হয়ে দাড়িয়েছে। আমি যতদিন থাকবে ততদিন এ উপজেলায় কোন প্রকার খারাপ কাজ করতে দেবো না। আইনের সহায়তা চেয়ে থানায় গিয়ে পুলিশকে কোন টাকা দিবেন না। দালালমুক্ত থানা হিসাবে ইতিমধ্যে সার্কিট ক্যামরার আওতায় এনেছি। এখন আর কোন দালাল থানায় এসে দালালি করার সুযোগ পায় না। আমি আপনাদের সেবায় বদ্ধপরিকর। তাই আপনারাও আমাকে বিভিন্ন অপরাধমূলক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস এর সঞ্চলনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) আবদুর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাল মজুমদার, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এস এম মানিক, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মুক্তা আক্তার, নোয়াহাটা মাদ্রাসার ভাইস পেন্সিফল নুরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য পলাশ ঘোষ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মামুনুর রহমান মোল্লা, ছাত্রলীগ নেতা শাজান মজুমদার, আতিক হাসান, এমরান হোসেনসহ বাজার ব্যবাসয়ীবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২২ জানুয়ারি,২০১৯