চাঁদপুর কচুয়ায় ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড.সেলিম মাহমুদের উদ্যোগে এলাকার গরীব অসহায় দুস্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৮ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে সহস্রাধিক লোকজনের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে ছিলেন ড. সেলিম মাহমুদ এর একান্ত বিশ্বস্থ আস্থাভাজন মো: শাহজালাল মিয়া জালাল। এসময় কলেজের বিভিন্ন শিক্ষক,সাংবাদিক ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৮ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur