Wednesday, May 20, 2015 10:28:24 PM
চাঁদপুর টাইমস, চট্টগ্রাম :
অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ফরিদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ চাঁন মিয়া মুন্সি লেইন এলাকার মৃত নুরুল আলমের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৫৭ রাউন্ড গুলি, ৬টি ককটেল ও একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর চকবাজার থানার চাঁন মিয়া মুন্সি লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন, ‘ফরিদ নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে শুধুমাত্র চকবাজার থানায় অস্ত্র ও চাঁদাবাজির ৭টি মামলা রয়েছে। এছাড়া নগরীর অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ’
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চকবাজার থানার এ কর্মকর্তা।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur