চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যাংক এশিয়া লিঃ। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এ বছর চলতি শীত মৌসুমে ব্যাংক এশিয়া দরিদ্র শীতার্তদের সাহাযার্থে দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় হাজীগঞ্জে কম্বল শীতবস্ত্র বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী প্রান কৃষ্ণ।
ব্যাংক এশিয়ার হাজীগঞ্জ শাখা প্রধান সঞ্জয় দাস এর সঞ্চালনায় এবং তাকে সহায়তা করেন সহকারী শাখা প্রধান মোজাম্মেল হক উজ্জল, ক্রেডিট-ইনচার্জ লিপন চন্দ্র পাল, জিবি-ইনচার্জ মো. আব্দুল করিম, ক্যাশ ইনচার্জ মো. আরিফুল ইসলাম ভূইয়া, কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মো. নুরুল আমিন সরকার, মো. আব্দুল হাদি, তানিয়া সুলতানাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৬ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur