Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎Wednesday, ‎May ‎20, ‎2015  09:51:03 PM

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

কচুয়ায় পানিতে ডুবে ২ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ওই শিশুটির নাম আবদুল্যাহ। সে উপজেলার কোমরকাশা গ্রামের আবুল বাসারের পুত্র।

জানা গেছে, শিশু আবদুল্যাহ বুধবার বিকালে তার নানার বাড়ি ধামালুয়া গ্রামে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি সকলের অগোচরে একটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটির লাশ পুকুরে ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/ এমআরআর/২০১৫

 

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।