চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান।
প্রতিষ্ঠানের সাফল্য ও কাঙ্খিত ফলাফল অর্জনে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধসহ ইন্সটিটিউটের পরিবেশ ও শিক্ষার মান বৃদ্ধিতে দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান।
ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমানের কর্মদক্ষতা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পদোন্নতি পেয়ে বিগত দিনে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় কর্তৃপক্ষ গত ২০১৮ সালের ৭ নভেম্বর চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
বার্তা কক্ষ
১৩ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur