Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে স্কুল-মাদ্রাসার শীতকালীন খেলাধুলা আজ
stadium-chandpur
ফাইল ছবি

চাঁদপুর স্টেডিয়ামে স্কুল-মাদ্রাসার শীতকালীন খেলাধুলা আজ

চাঁদপুর সদরের ৪৮ তম স্কুল-মাদ্রাসার জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত শুরু হবে । ৪৮তম স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়ায় ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার কথঅ রয়েছে ।

শীতকালীন ক্রীড়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আসাদ্দুজামান লাব্ ু চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া পরিচালনায় রয়েছেন মধুসূদন উচ্চ বিদ্যালয়ের আসাদ্দুজামান লাব্,ুডিএন এ উচ্চ বিদ্যালয়ের আবুল কাসেম সায়মন, ড্যাফেডিলসের ক্রীড়া শিক্ষক মো.জহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা,আহম্মদীয়া মাদরাসার ক্রীড়া শিক্ষক মো.গোলাম জিলানী হাসান আলীর মনজির হোসেন, গণি আদর্শের নাজির আহমেদ, ওসমানীয়া মাদরাসার শিক্ষক রফিকুল ইসলাম বাবু ,বাবুর হাটের ফারজানা ববি,

ড্যাফেডিলসের মো.জহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা,আহম্মদীয়া মাদরাসার মো.গোলাম জিলানী,ষোলঘরে নুরজাহান আকতার, মমিন উল্লা পাটোয়ারী একাডেমির ইমরান হোসেন ও লেডিদেহলভির দ্বীপ্তি রাণী ।

অ্যাথলেটিকস ইভেন্টের মধ্যে থাকবে লং জাম্প , হাই জাম্প. ১০০, ২০০ ,৪০০, ৮০০. ১৫০০ মি. দৌড়,গোলক,বর্শা ও চাকতি নিক্ষেপ,রিলে দৌড়,ইত্যাদি। দলগত ইভেন্টের মধ্যে ছিলো ভলিবল, ক্রিকেট, ফুটবল, বাস্কেট টেবিল টেনিস ইত্যাদি।

সকাল ১০ টায় দলগত ইভেন্টগুলো শুরু হবে। আন্তঃস্কুল ও মাদরাসায় শীতকালীন এ প্রতিযোগিতায় যারা ১ম ও ২য় স্থান অধিকার করেছে তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিবেদক : আবদুল গনি
৯ জানুয়ারি ২০১৯

Leave a Reply