হাইমচরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। এছাড়া গাছ থেকে পড়ে এক কিশোর গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৬ মে বেলা ১১টায় আলগী – রায়ের বাজার সড়কে অটো রিক্সা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটো রিক্সার তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন মোঃ বাবু (১৮), মোঃ আনোয়ার হোসেন(২০), মোঃ সাকিব (১২) এদেরকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত মোঃ বাবুকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। ট্রলির চালক মোঃ গিয়াস উদ্দিনকে পুলিশ আটক করে তাদের হেফাজতে রেখেছে।
অন্যদিকে বেলা ১২ টায় উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মোঃ আবুল সরদারের ছেলে মোঃ রাকিব (১৩) আম পারার জন্য গাছে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পরে যায়। গাছ থেকে পড়ে দুই হাতের হাড় ভেঙ্গে যায়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন।
Saturday, May 16, 2015 4:40:38 PM
হাইমচর করেসপন্ডেন্ট, চাঁদপুর :
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur