Monday, May 11, 2015 07:00:35 PM
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :
আগামী ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আজ সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়। হরতাল ও অবরোধের কারণে দুই মাস ধরে চলা এ পরীক্ষা শেষ হয় ২৮ মার্চ।
চাঁদপুর টাইমস/ প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।