চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার এক যুগপূর্তি ও ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে ঘরোয়া পরিবেশে ‘দৈনিক চাঁদপুর খবর’ পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, ‘চাঁদপুর খবর পত্রিকাটি ২০০৬ সালের ১৩ এপ্রিল থেকে সাপ্তাহিক হিসেবে নিয়মিত প্রকাশনা করে আসছি। পরবর্তীতে পত্রিকাটিকে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর দৈনিকে উন্নিত করা হয়। আজ রোববার (২৩ ডিসেম্বর)পত্রিকাটির ১২ বছর পূর্ণ হয়ে ১৩ বছরে পদার্পণ করেছে। আজকের এ বিশেষ দিনে আমি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনের কারণে এবার পত্রিকার নিজস্ব কার্যালয়ে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ’
তিনি আরো বলেন, ‘পত্রিকা নিয়মিত প্রকাশনা করা খুবই কঠিন কাজ। উপজেলা পর্যায়ে যারা কাজ করেন তাদের সব সময় মনে রাখতে হবে যে আপনি একটি নিয়মিত পত্রিকায় কাজ করেন। তাই নিয়মিত সংবাদও সন্ধ্যা ৭ অথবা সাড়ে ৭ টার মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। অন্যথায় সংবাদ প্রকাশ করা সম্ভব নয়। সে সাথে বিজ্ঞাপন দিয়ে পত্রিকাকে সহযোগিতা করতে হবে। কারণ পত্রিকার চালিকা শক্তি হচ্ছে বিজ্ঞাপন।’
পত্রিকার প্রধান সম্পাদক এমআই মমিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা ও শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, উপদেষ্টা ও শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন অর-রশিদ, উপদেষ্টা ও শাতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উপদেষ্টা ও জেলা পরিষদের কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, উপদেষ্টা ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন।
দৈনিক চাঁদপুর খবর এর সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ’র পরিচালনায় প্রতিনিধিদের মধ্য বক্তব্য রাখেন, পত্রিকার সহ-সম্পাদক আবদুল গনি, স্টাফ রিপোর্টার (শাহরাস্তি) মো.রফিকুল ইসলাম পাটওয়ারী, স্টাফ রিপোর্টার (হাজীগঞ্জ) সাইফুল ইসলাম সিফাত, মতলব উত্তর প্রতিনিধি মুহা. সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ শাকুর।
এসময় উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক এমএম কামাল,বিশেষ প্রতিনিধি ইব্রাহীম খান, হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান, মতলব দক্ষিণ প্রতিনিধি ইমরান নাজির, হাইমচর প্রতিনিধি বিএম ইসমাইল, ফরিদগঞ্জ প্রতিনিধি মো.শাকিল হাসান,ফরিদগঞ্জ উত্তর প্রতিনিধি মো.মাসুম তালুকদার, ফরিদগঞ্জ দক্ষিণ প্রতিনিধি এসএম ইকবাল হোসেন, মহামায়া প্রতিনিধি মো.মাসুদ হোসেন, স্টাফ রিপোর্টার মো.রানা সরকার,ম্যানেজার মানিক চন্দ্র রায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিনিধি সম্মেলনে পত্রিকার প্রতিনিধিদের মাঝে নবায়নকৃত পরিচয়পত্র বিতরণ করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। জন্মদিনের কেক কাটেন দৈনিক চাঁদপুর খবর পরিবারের সদস্য বৃন্দ।
সবশেষে দৈনিক চাঁদপুর খবরের এ জন্মদিনে মিলাদ,দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পত্রিকার উপদেষ্টা ও শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন।
করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর, ২০১৮ রোববার