সকল উপজেলা হাসপাতালে সিনিয়র ডেন্টাল সার্জন এবং জেলা হাসপাতালে জুনিয়র কনসালটেন্টের (ডেন্টাল) পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার (০৩ জানুয়ারি) বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।
সারা দেশে ৯২৮টি দন্ত চিকিৎসকের পদ সৃষ্টির প্রক্রিয়াগত জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন মোহাম্মদ নাসিম। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নীত করার পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন তিনি।
এ সময় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম, মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল, যুগ্ম মহাসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানীসহ সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur