চাঁদপুর সদর দক্ষিন রঘুনাথপুর গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত দু, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতিবন্ধীর পরিবার।
মঙ্গলবার(৯ এপ্রিল) রাতে প্রতিবন্ধীর ভাবি লাইলী বেগম বাদী হয়ে আসামী শামীম হোসেন কবিরাজ ও রাকিব বেপারী এর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং ১৮/১৯৪।
মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন) মনির আহম্মদ।
প্রসঙ্গত,গত ৫ এপ্রিল শুক্রবার গভীর রাতে ওই গ্রামের কবিরাজ বাড়ির মিজান কবিরাজের ছেলে শামীম কবিরাজ ও পাশ্ববর্তী বাদশা বেপারীর ছেলে রাকিব বেপারী একই বাড়ির ৪৫ বছর বয়সী প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে ধর্ষন করে। ধর্ষনের বিষয়টি স্বজনরা বুঝতে পেরে প্রতিবন্ধী নারীকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে প্রতিবন্ধীর স্বজনরা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে তারই প্রেক্ষিতে এজহার তৈরি করার পর এ মামলা দায়ের করা হয়।
তবে আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
১০ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur