Home / সারাদেশ / টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের সংঘর্ষ

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের সংঘর্ষ

ডেস্ক রিপোর্টঃ

তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি হলে গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিজেদের পক্ষের নবীন শিক্ষার্থীদের শহীদ আজিজ হলে ওঠানো নিয়ে শনিবার রাত দেড়টার দিকে সরকার সমর্থক এই ছাত্র সংগঠনের দুটি পক্ষ এই সংঘর্ষে জড়ায়। পরে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন জানান।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, দুই পক্ষের নেতা-কর্মীরা রড, লাঠি, রামদাসহ বিভিন্ন অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হলের প্রধান ফটক তালাবন্ধ ছিল। আমি কোনোভাবে বেরিয়ে আসতে পেরেছিলাম। বাইরে দাঁড়িয়ে অন্তত ১০/১২ রাউন্ড গুলির শব্দ শুনেছি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, রাতের ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখছেন। শহীদ আজিজ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব খান রাতে বলেন, পুলিশ এসেছে। শিক্ষার্থীদের মধ্যে কেউ গুরুতর আহত হয়নি। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সভাপতি শাহাদত হোসেন বলেন, গতকাল থেকে হল কমিটি বিলুপ্ত হয়ে গেছে। তাই এটি ছাত্রলীগের কোনো ঘটনা না। হলে ছাত্র তোলা নিয়ে সাকিবের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ আজিজ হলের আধিপত্য নিয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শিশির ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব খানের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ৪১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিজেদের দলে টেনে শহীদ আজিজ হলে তোলা নিয়ে রাতে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের নেতা-কর্মীরা রড, লাঠি, রামদাসহ বিভিন্ন অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।