বিকেল পৌনে ৫টা। রোববার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লোকজনের আনাগোনা বাড়ছে।
দোয়েল চত্বরের বিপরীত দিকের দেয়ালে সাটানো একটি ব্যানার শত শত পথচারীকে থমকে দাঁড়াতে বাধ্য করছে।
ব্যানারটির উপরের দিকে বড় বড় হরফে লেখা ২০০ বছর স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন হিটলার পুলিশ বাংলাদেশ আইন।
হিটলারের পর একটি হরিণের ছবি তারপর লেখা পুলিশ তারপর আবার আরেকটি হরিণের ছবি। ব্যানারের টপে বাম দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, পাশে নৌকা। ব্যানারের ডানপাশে উপরে জয় বাংলা, জয় বাংলার পাশে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয়তে বেগম খালেদা জিয়া ও পরে এরশাদের ছবি। ব্যানারের নীচে ফুটপাতে ছয়টি কুপি জ্বলতে দেখা যায়। কে বা কারা এটি ঝুলিয়েছে কেউ বলতে পারছে না।
এটি দিয়ে কি বুঝানো হয়েছে তা উদ্ধার নিয়ে পথচারীদের গলদঘর্ম হতে দেখা যায়। (জাগো নিউজ)
বার্তা কক্ষ
১৬ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur