Saturday, May 02, 2015 01:17:42 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর টাইমস-এর সহযোগী প্রতিষ্ঠান আইটি ভিলেজের যাত্রা শুরু হয়েছে। চাঁদপুর টাইমস অফিসের নিচতলায় বিরাট পরিসরে চাঁদপুরসহ সারাদেশের আইটিমনা তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী সহ যে কোনো বয়সের শিক্ষার্থী এখানে কম্পিউটারের যে কোনো প্রোগ্রামসহ আইটি সম্পর্কিত বিষয়াবলী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
এছাড়াও দরিদ্র, দুঃস্থ অসহায়দের রেজিস্ট্রেশন ফি ছাড়া সামান্য খরচে প্রশিক্ষণ দেয়া হবে।
সাংবাদিকদের ক্ষেত্রে ৫০% ফি নেয়া হবে।
এছাড়াও রয়েছে আরো সুযোগ সুবিধা।
এখানে জাতীয় মানের আইটি কোর্স পরিচালিত হবে দক্ষ প্রশিক্ষকগণের তত্ত্বাবধানে।
যোগাযোগ : মিজানুর রহমান রানা-01819047376
এমআরআর/ডিএইচ/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :
https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur