Thursday, 30 April, 2015 10:10:18 PM
আবদুল গণি :
চাঁদপুর জেলার ৮ উপজেলায় চলতি মৌসুমে ৬৩ হাজার ৮শ ৯৫ হেক্টর জমিতে ২ লাখ ৪৬ হাজার ৮শ ৫৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ। এর মধ্যে বোরো হাইব্রিড ৪ হাজার ৫শ ৩২ হেক্টর, বোরো উন্নত ফলনশীল জাতের ৫৮ হাজার ৩শ ৮০ হেক্টর জমিতে এবং স্থানীয় পর্যায়ে ৭৪০ হেক্টর জমিতে মোট ৬৩ হাজার ৬শ ৫২ হেক্টর জমিতে এ বছর চাষাবাদ হয়েছে। বোরো হাইব্রিড জাতের মধ্যে রয়েছে হিরা, এসিআই, টিয়া, ভেজ, সোনার বাংলা, সুপাই হাইব্রিড, রাজকুমার, শক্তি, আফতাব, ময়না, এসএল ৮ এইচ, সাথী, সুরমা ও সম্পদ জাতের ধান।
বোরো উপসি জাতের ধানের মধ্যে রয়েছে বিআর ৩১, ৪১, ৬২, ৪২৬, ব্রিধান ২৮, ২৯, ৪৫, ৪৭, ৫০, ৫১, ৫৮, ইরাটন-২৪, পূর্বাচী, বিনা ধান ৬, ৭, ৮, ১০, ১৪ ইত্যাদি। স্থানীয় জাতের বোরো ধানের মধ্যে রয়েছে কালী বোরো, খইয়া বোরো ভোজন, আলাল, ও টাঈাইল। কৃষকদের চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, আবহাওয়ার অনুকুল পরিবেশ বজায় থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে যে কৃষি কর্মকর্তা জানান।
এমআরআর/এজি/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :