কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও প্রিন্টার বিতরণ করেছে জেলা পরিষদ। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। সভায় আনুষ্ঠানিক ভাবে এসব কম্পিউটার বিতরণ করা হয়। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বিতরণ করা ১১টি কম্পিউটার জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমার ফারুক।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ভৌমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ৮:২৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur