Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / চাঁদপুরের তৃতীয় ধাপে মতলব দক্ষিণ-শাহরাস্তির ১০ ইউপির নির্বাচন

চাঁদপুরের তৃতীয় ধাপে মতলব দক্ষিণ-শাহরাস্তির ১০ ইউপির নির্বাচন

সারাদেশর ৪র্থ ধাপ ও চাঁদপুরের তৃতীয় ধাপে আগামী ৭ মে মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন । এতে ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫ শ’৬৭ জন। কেন্দ্র সংখ্যা ৯৩ ও বুথ সংখ্যা ৪শ’ ৯৪ টি ।

জেলা নির্বাচন অফিস সূত্রমতে, মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়নের ভোটার সংখ্যা ৬৯ হাজার ২শ’ ৩০ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৯ হাজার ২শ’ ৩০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৩৩ হাজার ৯শ’ ৫৬ জন । কেন্দ্র সংখ্যা ৩৯ টি ও বুথ সংখ্যা ২শ’ ১৮ টি।
শাহরা¯্Íি উপজেলার ৬ ইউনিয়নের ভোটার সংখ্যা ৮৭ হাজার ৩ শ’ ৩৭ জন । এর মধ্যে পুরুষ সংখ্যা ৪৩ হাজার ৫২ জন ্ও মহিলা ভোটার সংখ্যা ৪৪ হাজার ২ শ’ ৮৫ জন । কেন্দ্র সংখ্যা ৫৪ টি ও বুথ সংখ্য ২শ’ ৭৬ টি ।

নির্বাচন কমিশন বিধি মতে , প্রতি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার , প্রতি বুথে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ করা হবে। এ ছাড়াও ভ্রাম্যমান বিজিপি সদস্য থাকবে ।

চাঁদপুরের তৃতীয় ধাপে মতলব দক্ষিণ-শাহরাস্তির ১০ ইউপির নির্বাচন

About The Author

আবদুল গনি

: আপডেট ৯:০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ