সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / মতলব ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন
মতলব ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন

মতলব ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন

মতলব দক্ষিণ উপজেলায় ক্রিকেট খেলার একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র মতলব ক্রিকেট একাডেমির নতুন জার্সি রোববার (২৪ এপ্রিল) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে উন্মোচন করা হয়েছে।

উন্মোচন শেষে অতিথিদের উপস্থিতিতে খোলেয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।

নতুন জার্সি উন্মোচণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মোদাচ্ছের হোসেন।

মতলব সূর্যতরুণ স্পোটিং ক্লাবের ক্রিকেটার মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমীর সভাপতি সফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও একাডেমীর সহ সভাপতি মেহেদী হাসান মহসিন, একাডেমীর উপদেষ্টা ও মতলবগঞ্জ জেবি পাইলট উবির অভিভাবক সদস্য রেজাউল করিম মোল্লা, চাঁদপুর জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রিপন কর্মকার, একাডেমীর সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাসেল, কার্যকরী সদস্য সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, ক্রিকেট একাডেমীর সহকারী কোচ মো. সুমন হোসেন প্রমুখ।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/palash-roy.jpg” ]পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]

: আপডেট ৯:২০ পিএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ