চাঁদপুর মতলব উত্তরে নন্দলালপুর গ্রামে ডিস লাইন সংযোগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুসির আঘাতে জামাল হোসেন বেপারী (৬০) নামের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৭ সেপেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর এলাকার দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দীর্ঘ দিনের দ্বন্ধের রেশ ধরে সাবেক ইউপি মেম্বার জামাল হোসেন বেপারী ও মনির হোসেন বেপারী (৫০) এর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মনির হোসেন বেপারী জামাল হোসেন বেপারী মেম্বারকে ঘুষি মারলে জামাল মেম্বার মাটিতে লুটিয়ে পরে।
তাৎক্ষনিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জামাল হোসেন বেপারীকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার (ওসি) তদন্ত মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, `মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur