ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্ববর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৬৯টি কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরে নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২ হাজার ৩ শ ৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭শ ২৬ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।
বার্তা কক্ষ
২১ সেপ্টেম্ববর ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur