হাজীগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে রোববার (২ সেপ্টেম্বর ) বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজার জিউর আখড়া মন্দিরে আলোচনা শেষে এক বিশাল শোভাযাত্রা পূর্ব বাজার পৌরসভার সামনে থেকে ঘুরে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
জন্মাষ্টমী আলোচনায় উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত নীহার রঞ্জন হালদার মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড.বিণয়ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক রণজিৎ রায় চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের হাজীগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, যুগ্ন-সম্পাদক লিটন পাল, জিউর আখড়ার প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ মন্ডল, বর্তমান সভাপতি দিলীপ কুমার সাহা, যুগ্ন-সম্পাদক তপন কুমার পাল, মহিলা সম্পাদিকা নন্দিতা মজুমদার, গৌতম সাহা, অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রিয়লাল দেবনাথ, রাজন সাহা, টিটু চক্রবর্তী ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur