চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ থেকে নামতে গিয়ে লঞ্চ চাপায় রবিউল (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৯ আগস্ট) ভোররাতে চাঁদপুর মাদ্রাসা রোডে লঞ্চঘাটে রাঙ্গাবালি থেকে আসা লঞ্চের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউলের বাড়ি পটুয়াখালি জেলায়। পরিবারের লোকজন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্নাঙ্গ ঠিকানা জানা যায় নি।
চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাঁদপুর টাইমসকে জানায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থেকে জাহিদ-৮ নামক লঞ্চটি ভোর ৫টায় চাঁদপুর ঘাটে আসে। লঞ্চটি ঘাটে ভিড়ানোর পূর্বে রবিউল তড়িঘড়ি করে নামার জন্য লাফ দেয়। পরে নির্দিষ্ট স্থানে পা না পড়ায় রবিউল লঞ্চ চাপা পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur