চাঁদপুর সদরে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে নারীসহ ৪জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে ২৬ আগস্ট (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বাখরপুর গ্রামের ছৈয়াল বাড়ির নবীর হোসেনের নব নির্মিত দেয়াল কে বা কেরা ভাংচুর করে। এতে সন্দেহ করে নবীর হোসেন ও তার ভাই দেলোয়ার ছৈয়াল আরো কিছু সহযোগী নিয়ে প্রতিবেশী মৃত ওয়ালি উল্লাহর বাড়িতে আকস্মিক হামলা চালায়।
এসময় তারা মৃত ওয়ালি উল্লাহর স্ত্রী পেয়ারা বেগমের (৪৫) উপরও হামলা চালালে পেয়ারা বেগমের ডাক চিৎকারে পাশের বাড়ি থেকে তার মেয়ের জামাই রিপন খান তার ভাই সাদ্দাম হোসেন ও জেঠাতো বোন নাজমা বেগম ছোটে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও মেরে রক্তাত্ত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে রিপন খান প্রথমিক চিকিৎসা নিলেও পেয়ারা বেগম, নাজমা বেগম ও সাদ্দাম হোসেন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur