চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার (২৬ আগস্ট ) রাশিদা বেগম স্বামী: মৃত মিজান, কোড়ালিয়া রোড, চাঁদপুর পৌরসভাস্থ তার কন্যার বাম গালের টিউমার অপারেশনে এবং ফরিদা বেগম স্বামী: মৃত সোলেমান, মোল্লা বাড়ি রোড, চাঁদপুর পৌরসভায় নিজের চিকিৎসা ও পারিবারিক অসচ্ছলতার জন্য পৃথকভাবে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন । জেলা প্রশাসক বিষয়টি খুবই আন্তরিকতার সাথে অনুধাবন করেন।
চাঁদপুর জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে রোববার (২৬ আগস্ট ) বেলা ৩ টায় এ তথ্য জনো গেছে ।
তাৎক্ষণিকভাবে চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের তহবিল থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা মঞ্জুর করেন।
তিনি তাঁর কার্যালয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে সংশ্লিষ্টদের হাতে অনুদানের ওই চেক তুলে দেন। জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপ-পরিচালক রজত শুভ্র সরকার এসময় উপস্থিত ছিলেন ।
বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম,২৬ আগস্ট ২০১৮,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur