চাঁদপুরের হাইমচর উপজেলায় অটোবাইকের আঘাতে সায়েম হোসেন (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার চরভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই উপজেলার কমলাপুর,গাজীর বাজার গ্রামের শামসল হক গাজীর ছেলে।
নিহত সায়েমের নানা আব্দুল মান্নান শেখ জানান, শিশু সিয়াম ঈদুল আযহার আগের দিন তার নানার বাড়িতে বেড়াতে আসে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সে খেলাধুলা করার ফাকে বাড়ির সামনে রাস্তায় বের হয়। সে চরভাঙ্গা গ্রামের আলী শেখের বাড়ির সামনে গেলে হঠাৎ বেপরোয়া একটি অটোবাইক তাকে আঘাত করে।
এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ আসিবুল আহসান চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক:
কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur