মিষ্টি খেতে কমবেশি সকলেই পছন্দ করে। কিন্তু ভারতের গুজরাতের এক দোকানের মিষ্টির দাম শুনলে মিষ্টি খাওয়া ভুলে গিয়ে চোখ কপালে উঠবে।
জানা গেছে, গুজরাতের সুরাতের একটি দোকানে একধরনের মিষ্টি বিক্রি হল ৯০০০ টাকা কেজি দরে। এই বিশাল দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে। এমন নয় দাম শুনে মানুষ সেই মিষ্টি কিনছেন না, বরং দাম শোনার পরই সেই মিষ্টি কেনার জন্য আগ্রহ তৈরি হচ্ছে।
কিন্তু মিষ্টির দাম এত কেন? মিষ্টির দোকানের পক্ষ থেকে জানা গেছে, প্রতিটি মিষ্টির ওপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাট সোনার ফয়েল। যা দিয়ে গোটা মিষ্টিটি মোড়া। এটাই এই দোকানের মিষ্টির বৈশিষ্ট্য।
স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভাল। দামি হলেও এই মিষ্টিগুলির চাহিদা কিন্তু প্রবল। সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি।
তবে সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই। মিষ্টির দোকানের নামই দেওয়া হয়েছে ‘২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক’।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur