Saturday, 18 April, 2015 08:33:42 PM
শরীফুল ইসলাম :
চাঁদপুরে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মেঘনা নদীর লগ্মী মারার চর, হরিণা ও বহরিয়া থেকে ১৮ জেলেকে অবৈধভাবে জাটকা নিধন অবস্থায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটকৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬জনকে ১বছরের জেল, ১১জনকে ২ মাস ও ১জনকে ১হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুল লরেন্স চিরান।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, আটজ জেলে নাজমুল (২২), রিপন (২২) আমিরুল বেপারী (১৮), মো. মহিউদ্দিন (৪৫), আজহারুল ইসলাম (৩৫), বাচ্চু মিয়া (৩২) কে ১বছরের জেল, শহীদুল ইসলাম (৩০), বাচ্চু মিয়া (৪৫), আওয়লাদ (৩৫), জালাল হোসেন (৪০), আব্দুল আলী (৫০), মোখলেছ (৪৬) আজিজুল হক (৪৪), মোক্তার (৩০), আলী হোসেন (৩০), আঃ রহমান (৩৫) ও মিজান (৪৫) কে ২ মাসের জেল দেয়া হয়। এছাড়া আব্দুর রহিম (৬৫) নামের জেলেকে ১হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, আটকৃতদের বাড়ি নারায়ণগঞ্জ ও মতলব উত্তরের বাঁশের চর এলাকায়।
চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes