চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক সড়ক নির্মাণ কাজের শ্রমিকের লাশ শনিবার (১৮ আগস্ট) উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চাঁংপুর শিমুলতলী মোড় সংলগ্ন সরকার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সে কুমিল্লার বুড়িচং উপজেলার হাসনাবাদ গ্রামের বাদশা মিয়ার পুত্র।
শ্রমিক ইউসুফ মিয়া জানান, ঢাকা-গৌরিপুর-কচুয়া সড়কে ব্লক সংস্কারের কাজ করার জন্য ঠিকাদারের আওতাধীন সড়ক শ্রমিকগণ চাংপুর গ্রামের মজিবুল হক সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
শুক্রবার (১৭ আগস্ট) সকালে বিল্লাল হঠাৎ নিখোঁজ হয়। পরদিন শনিবার বাড়ির মালিক মজিবুল হকের পুকুরে গোসল করতে গেলে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
শ্রমিক ইউসুফ মিয়া আরো জানান, বিল্লাল হোসেন কীভাবে মারা গেছে তা তাদের জানা নেই। তবে বিল্লাল হোসেনের স্ত্রী’র কাছ থেকে শুনেছি একজন মৃগী রোগী।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন , ‘খবর পেয়ে বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করেছি। তবে তার নিহত হওয়ার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট,বাংলাদেশ সময় ৪:৩০ পিএম,১৮ আগস্ট ২০১৮,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur