চাঁদপুরের কচুয়ায় শুক্রবার (১৭ আগস্ট) পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মনপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আরাফাত হোসেন মনপুরা গ্রামের আবু সাঈদের ছেলে। শিশু আরাফাত হোসেন বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলার এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।
পরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যায় বলে নিহতের পরিবার জানান।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ৮:৫০ পিএম,১৭ আগস্ট ২০১৮,শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur