চাঁদপুরে সাগরিকা ট্রেনে মা ছেলেকে শনিবার (৪ আগস্ট) দুপুরে নেশা জাতীয় খাবার খাইয়ে অচেতন করে নগদ টাকা ও মোবাইল নিয়ে উধাও হয়ে গেছে মলমপার্টি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনে এ ঘটনা ঘটে।
নেশা মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া উন্মে কুলসুম (৩২) ও তার ছেলে রায়হান (১৫) কে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করান ।
উন্মে কুলসুম বলেন, ‘তারা চট্টগ্রাম থেকে সাগরিকা ট্রেনে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রেনটি লাকসাম পেরিয়ে আসলে পুলিশের পোষাক পরিহিত শহীদ নামে একজন লোক তাদেরকে কি যেনো খেতে দেন। আর ওই খানা খাওয়ার পরই তারা অচেতন হয়ে পড়ে। পরে তারা বুঝতে পারেন তাদের সাথে থাকা নগদ আড়াই হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে গেছে।’
ট্রেনটি চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন পৌঁছলে প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৮ :১০ পিএম ৪ আগস্ট ২০১৭৮, শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur