বর্ষা এলেই গ্রামাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে শাপলা তোলা, গরুর ঘাস কাটা, এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার কাজে এক সময় ব্যবহৃত হতো তালের নৌকা। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ পেশা ছেড়ে অন্য কাজে যোগ দিচ্ছেন নৌকার কারিগররাও।
সারা দেশেই তালের নৌকার কম-বেশি ব্যবহার প্রচলন ছিলো। নদীবিদৌত চাঁদপুর জেলায় বিভিন্ন গ্রামাঞ্চলে একটা সময় হরহামেশাই চোখে পড়তো তাল গাছের তৈরি ছোট্ট নৌকা বিশেষ। স্থানীয় ভাষায় এটিকে কোন্দা বলে।
একটা সময় ছোট ছোট শাখা নদী আর খাল-বিল বেষ্টিত গ্রামের লোকজনের যাতায়াতের অন্যতম বাহন ছিলো এই কোন্দা।
এছাড়া বর্ষার সময় বিলে-ঝিলে মাছ ধরা, ধান কাটা, শাপলা তোলা এবং শামুক সংগ্রহসহ নৃত্যদিনের নানান কাজে কোন্দার ব্যবহার ছিলো। কালের পরিক্রমায় এখন আর কোন্দার প্রচলন খুব একটা দেখা যায় না।
বলতে অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্য ছোট্ট এই নৌকা বিশেষ।
ছবিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজিগঞ্জ এলাকায় একটি ঝিলে দূরন্ত দুই কিশোরকে কোন্দায় চরে শাপলা তুলতে দেখা যাচ্ছে।
কিশোরা জানায়, বিল থেকে তোলা এসব শাপলা তারা বাজারে বিক্রি করে থাকে। অভাবের সংসারে বাবা-মাকে কিছুটা সহযোগিতা করতেই তারা এই কাজ করে থাকে। .
ছবি ও প্রতিবেদন- চাঁদপুর টাইমসের যুগ্ম-বার্তা সম্পাদক আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur