চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় আঃ আহাদ (১২) নামের এক মাদরাসা ছাত্রকে বেত্রাঘাতে জখমের অভিযোগে বিষ্ণদী রোডের দারুল উলুম কাশেমিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাহাবুবুল হাসানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
থানার অভিযোগসূত্রে জানা যায়, আহত আহাদ ওই মাদ্রাসায় হেফজ শাখায় পড়াশুনা করে আসছে। গত শনিবার (১৪ জুলাই) সকালে মাদরাসার সহকারী শিক্ষক মাহবুবুল হাসান, ছাত্র আহাদকে এলোপাতারি বেত্রাঘাত করে। এতে করে আঘাতের স্থানে রক্ত জমাট বেঁধে যায়। পরদিন আহাদ অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে বিষয়টি অবগত করে।
রোববার (১৫ জুলাই) দুপুরে আহাদের নানা বাদী হয়ে মাদরাসা শিক্ষক মাহবুবুল হাসানের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে সন্ধ্যায় থানার এস আই রেজাউল করিম মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান।
এ প্রতিবেদন প্রকাশের পূর্বে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur