চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল বুধবার দিনব্যাপী সাব-ক্লাস্টার-১ প্রশিক্ষণ মহামায়া ক্লাস্টার চাঁদপুর সদর এর কর্মশালা সম্পন্ন হয় ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রশিক্ষক রাবেয়া আক্তার এর সভাপতিত্বে বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর পরিচালনায় সকাল ১০টায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী । আরো বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান,
শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাইকদী সপ্রাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা আক্তার হোসেন,উত্তর শাহ্তলী যোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম,দক্ষিন পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার,মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম প্রমুখ । কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের ২৯জন প্রশিক্ষনার্থী অংশ নেন ।
কর্মশালায় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা । আর এর কারিগর হচ্ছে প্রাথমিক শিক্ষকরা । এ প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে আশা রাখছি ।
প্রশিক্ষক চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া আক্তার বলেন,প্রশিক্ষণের বিকল্প নেই । এ প্রশিক্ষন প্রাথমিক শিক্ষকদের কাগুজে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় । আশা করি এ প্রশিক্ষনের ফলে ক্লাসে শিক্ষকদের পাঠদানে সহায়ক ভূমিকা রাখবে ।
চাঁদপুর টাইমস-ডিএইচ/এসআর/২০১৫