জাতীয় পর্যায়ে লোক সংগীতে ২০১৮ সালে শ্রেষ্ঠস্থান অর্জন করেছেন চাঁদপুর সরকারি মার্তৃপীঠ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেহবুবা শাহরিন নিহা।
চলতি বছর লোক সংগীতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ক বিভাগে অংশ গ্রহণ করে সে এ কৃর্তত্ব অর্জন করেন।
গত ২৬ জুন ঢাকা সেগুনবাগিচায় আন্তর্জাতিক মার্তৃভাষা ইন্সিটিউটেটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে সম্মানা ক্রেট ও সার্টিফিকেট সে গ্রহণ করে।
মেহবুবা শাহরিন নিহার পিতা আবদুল মাজেদ চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এমএমসিএস, মাতা শাহনাজ বেগম চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ বিলিং সহকারী হিসেবে কর্মরত আছেন।
মেহবুবা শাহরিন নিহা ২০০৬ সালের ১৫ ডিসেম্বর ভোলায় জন্ম গ্রহণ করেন। নিহা দুই ভাই বোনের মধ্যে সে ছোট। নিহার সর্ব প্রথম গানের হাতেঘড়ি হাজিগঞ্জের প্রখ্যাত গানের শিল্পী নন্দীতা দাসের কাছে।
বর্তমানে নিহা চাঁদপুরের সুরধ্বনী একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দীর কাছে সংগীত চর্চা করে যাচ্ছেন।
নিহা ভবিষৎতে একজন ডাক্তার হতে চান পাশাপাশি সংগীত চর্চাও অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করছেন। এ জন্য তিনি চাঁদপুরবাসী কাঝে দোয়া চেয়েছেন।
নিহার সাফ্যেলের পিছনে যারা অবদান রেখেছেন তাদের সকলের কাছে নিহা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা গর্বিত পিতা মাতার প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur