মতলব দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “আলিম শিক্ষার্থীদের” ছবক ও কিতাব বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুলাই) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্জ এবিএম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মুহাম¥দ আলাউদ্দিন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খর্গপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ হযরত মাওলানা মুহাম্মদ হারুন-অর-রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্জ ওয়াহিদুজ্জামান মৃধা, সদস্য মহসিন দেওয়ান, উপাদক্ষ মোয়াজ্জেম হোসেন সহকারী অধ্যাপক জিয়াউল হক প্রভাষক আবুল হাসানাত।
আলোচনা শেষে মাদ্রাসার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “আলিম শিক্ষার্থীদের” মাঝে ছবক ও কিতাব বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্জ হযরত মাওলানা মুহাম্মদ হারুন-অর-রশিদ।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক